‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শেষ মুহূর্তেও কিছু শঙ্কা রয়ে গেছে’: আখতার হোসেন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে শেষ মুহূর্তেও কিছু 'শঙ্কা' রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, 'শেষ মুহূর্তেও কিছু শঙ্কা থেকে গেছে। জাতির সামনে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি পরিষ্কার করা হয়নি। আদেশের ব্যাপারটি এখনো ধোঁয়াশায় রয়ে গেছে।'
তিনি বলেন, 'আমরা বলেছি প্রধান উপদেষ্টা ড. ইউনূস যেন সেটি জারি করেন। এসব বিষয় খোলাসা হলেই জুলাই সনদ স্বাক্ষরের অর্জন ঠিক থাকবে, নাহলে অনিশ্চয়তা তৈরি হবে।'
এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশকে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করে গণতান্ত্রিক করার প্রক্রিয়ায় জুলাই সনদের আইনি ভিত্তি, একটি আদেশ ও গণভোট করে টেকসই করতে একটা রোডম্যাপ চেয়েছি। কিন্তু এগুলো অনুল্লেখ থেকে গেছে। 'নোট অব ডিসেন্ট' এর ব্যাপারেও খোলাসা করে কিছুই বলা হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিংবা সংবিধান আদেশের বিস্তারিত সম্পর্কেও আমাদের কিছু অবগত করা হয়নি। গণভোট কখন কীভাবে হবে সেটাও অস্পষ্ট।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সরকারের ভূমিকা এই সংকট নিরসন করতে পারে।
উল্লেখ্য, আগামী শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়ছে।