সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: সালাহউদ্দিন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন বলেন, সংস্কার সারা দেশের মানুষ চায়, আমরাও চাই। যারাই ক্ষমতায় আসুক, তাদের এই সংস্কার বাস্তবায়ন করতেই হবে।
তিনি সাংবাদিকদের বলেন, 'জুলাই জাতীয় সনদে সবাই স্বাক্ষর করব। যেসব বিষয়ে ভিন্নমত আছে বা নোট অব ডিসেন্ট রয়েছে, তা দফাভিত্তিকভাবে উল্লেখ থাকতে হবে। কারণ, নোট অব ডিসেন্ট দেওয়ার জন্যই আমরা জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা করেছি। সব বিষয়ে সবাই একমত হলে আলোচনার প্রয়োজন থাকত না।'
সালাহউদ্দিন বলেন, 'যারা নোট অব ডিসেন্ট দিয়েছে, সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এখন একই রকম কথা সব নোট অব ডিসেন্ট দেওয়া দফাগুলোতে উল্লেখ থাকবে। সেটা আরো শক্ত হলো।'
জুলাই জাতীয় সনদের গণভোটে 'না' ভোটের সংখ্যা হাতে গোনা যাবে বলে মনে করেন সালাহউদ্দিন। গণভোটের প্রয়োজনীয়তা ব্যাখা করে তিনি বলেন, 'গণভোটের মধ্য দিয়ে জনগণ সংসদকে এমন একটা কর্তৃত্ব দেয়, যাতে সেটা বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকে।'
বৈঠকে নির্বাচনের বিষয়ে কী কথা হয়েছে, তা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, 'প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছি। জুলাই সনদ প্রণয়ন হোক বা অন্যান্য কর্মকাণ্ড হোক, সবকিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা।'