শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী টিবিএস রিপোর্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, আর নিবন্ধন না পেলে নির্বাচনে যাওয়া যায় না।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সিইসির দপ্তরে প্রবেশ করেন। বৈঠকটি চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নিবে না। নিবন্ধন না পেলেতো নির্বাচনে যাওয়া যায় না।'
তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশনের সামনে দুইটি পদ্ধতি আছে। একটি হলো ধানের শীষ বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা, অথবা শাপলা দেওয়া। আমরা চাই কারোটাই বাতিল না হোক। আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না।'