তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন: সালাহউদ্দিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
এসময় সালাউদ্দিন আহমদ জানান, ''সিইসির সঙ্গে বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমাদানে আইনি জটিলতা নিরসন এবং ভোটার তালিকায় তারেক রহমানের নাম তোলাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।''
বৈঠকে আরপিও বহির্ভূত শর্ত শিথিল এবং নির্বাচনি পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ''আরপিও-র ১২ অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীকে কেবল ফৌজদারি মামলার তথ্য প্রদান করতে হয়। কিন্তু বর্তমানে জামিনের সার্টিফাইড কপি বা অর্ডার শিট চাওয়া হচ্ছে, যা আরপিও-তে নেই। আওয়ামী লীগ সরকার আমলে আমাদের রাজনৈতিক নেতাদের নামে শত শত 'গায়েবি' মামলা রয়েছে, যার হদিস পাওয়াই দুষ্কর। তাই বাড়তি কাগজপত্রের বোঝা না চাপিয়ে আইনের মূল বিধান অনুযায়ী তথ্য গ্রহণ করার অনুরোধ করা হয়েছে।''
তিনি আরও বলেন, ''এছাড়া 'অভিযুক্ত' বলতে যাতে কেবলমাত্র আদালতের মাধ্যমে অভিযোগ গঠন বুঝানো হয়, সে বিষয়ে স্পষ্টিকরণ চাওয়া হয়েছে। অন্যথায় ঢালাও এফআইআর-এর কারণে প্রার্থীরা হয়রানির শিকার হতে পারেন বলে জানানো হয়েছে।''
বিএনপির এই নেতা বলেন, ''নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে একটি প্রযুক্তিগত সংশোধনী প্রস্তাব করা হয়েছে। সাধারণত প্রতীক বরাদ্দের পর এজেন্ট নিয়োগ হয়। তার আগ পর্যন্ত প্রার্থী নিজেই যাতে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেজন্য বিধিতে 'প্রার্থী অথবা নির্বাচনি এজেন্ট' কথাটি ধারাবাহিকভাবে লেখার অনুরোধ জানানো হয়েছে। কমিশন বিষয়টি গুরুত্বসহ দেখার আশ্বাস দিয়েছে।''
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনি পরিবেশ বিষয়ে সাংবাদিকের প্রশ্নে সালাউদ্দিন আহমদ বলেন, ''আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে কর্মকর্তাদের নিয়োগ, বদলি এ সমস্ত হয়। এ বিধান আছে প্রশাসনিক কাজের। কিন্তু প্রাথমিকভাবে সব কিছু সরকারের দায়িত্ব। সেই ক্ষেত্রে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি।''
তিনি বলেন, ''সরকারকে আমরা সেই আহ্বান জানিয়েছি। জনগণও উৎসবমুখর পরিবেশে স্বাধীন ও মুক্তভাবে ভোট দিতে চায়। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নয়ন হবে।''
এর আগে, এদিন বিকাল ৩টায় সিইসির বৈঠকে বসেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
বৈঠকে নির্বাচন কমিশনার (ইসি) রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত আছেন।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।
দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি।
প্রসঙ্গত, তফসিল ঘোষণার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও প্রার্থী হতে হলে নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন নিতে হয়।
