সুইস রাষ্ট্রদূতের বাসায় মধ্যাহ্নভোজে বিএনপি নেতারা

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্নভোজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দল। রবিবার (২৮ সেপ্টেম্ব) দুপুর দেড়টায় রেতো রিংগলির গুলশানের বাসভবনে যান বিএনপি নেতারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রতিনিধি দলে ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু।
সেসময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানান শায়রুল কবির খান।