ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চায় না বিএনপি: সালাহউদ্দিন

বিএনপি ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, 'বিএনপি ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চায় না। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না।'
সোমবার (২৯ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি'র পক্ষ থেকে ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, 'সাংবিধানিকভাবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা যে যেই সম্প্রদায়েরই হই না কেন, সবাই এ দেশের নাগরিক। নাগরিকের অধিকার সাংবিধানিকভাবে যা উল্লেখ করা হয়েছে, তা কার্যকরভাবে প্রয়োগ করাই আমাদের লক্ষ্য। সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নেই।'
সালাহউদ্দিন বলেন, 'সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এটি শুধু উৎসব নয়, এটি অশুভ শক্তি অসুরের বিনাশের লড়াই এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা।'
তিনি বলেন, 'আমরা গত ১৬ বছর অশুভ শক্তি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তির বিদায় হয়েছে, অশুভ শক্তি অসুরের বিদায় হয়েছে। তবে এখনও বিনাশ হয়নি। এখন ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার সময়।'
তিনি আরও বলেন, 'আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে কিছু দাবি-দাওয়া আগে দেওয়া হয়েছিল। আমরা এগুলো বিশ্লেষণ করেছি। বিএনপির নির্বাচনি ইশতেহার প্রণয়নের সময় আপনাদের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা করে যৌক্তিক দাবি-দাওয়া ধারণ করব।'
এই বিএনপি নেতা বলেন, 'দেবোত্তর সম্পত্তি, অর্পিত সম্পত্তির বর্তমান অবস্থা বিশ্লেষণ করে সেগুলো উদ্ধার করে মালিকানা ফিরিয়ে দেওয়া সম্ভব—এ বিষয়ও আমরা নির্বাচনি ইশতেহারে ধারণ করব।'
এছাড়াও সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা করা যায় কি না সে বিষয়ও বিবেচনায় রাখবেন বলে জানান তিনি।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম-অমুসলিম, পাহাড়ি-সমতলের সবার সমন্বয়ে ঐক্যবদ্ধ রাজনীতি করে বিএনপি। এই সমন্বয়ের রাজনীতিকে আমরা রাষ্ট্র পরিচালনায় মূলনীতি হিসাবে গ্রহণ করি।
তিনি বলেন, 'বিগত ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিকভাবে সনাতনীদের ব্যবহার করার চেষ্টা করেছে।'
সালাহউদ্দিন বলেন, 'বিএনপির নীতি হচ্ছে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এই নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে।'
একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভক্তি সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায় জানিয়ে তিনি এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, 'বিভিন্ন রকম ইস্যু তৈরি করে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা। বাংলাদেশে এখন নির্বাচনি আমেজ বিরাজ করছে। বাংলাদেশের মানুষ ভোটের প্রচারে নেমে গেছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদের এদেশের জনগণ চিহ্নিত করবে, রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।'