ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে, বিশ্বাস ফখরুলের
নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে বিশ্বাস করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বরাবরই নির্বাচন কমিশনের প্রার্থী যাচাই-বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। সমস্যা মনে হওয়া বিষয়গুলো গতকাল কমিশনের সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।'
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। জিয়াউ রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মির্জা ফখরুল। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী শ্রদ্ধা জানাতে আসেন।
বিএনপি মহাসচিব বলেন, 'বাংলাদেশের রাজনীতিতে শহীদ জিয়ার নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয়। যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে বাংলাদেশের গণতন্ত্রকে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। অর্থনীতিকে সমৃদ্ধিশালী করেছিলেন। তার দেখানো পথেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।'
মির্জা ফখরুল বলেন, 'ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে নতুন করে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এখানে শপথ নিয়েছি। শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়িত করবে।'
জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারেক রহমানের মতো তাদের আমিরকে নিরাপত্তা দেওয়া হোক—এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে ফখরুল বলেন, 'এটা তাদের ব্যাপার। এটা আমাদের ব্যাপার নয়।'
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
