চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন ২৪ প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। এর মধ্যে ২১ জনই নারী। সম্পাদকীয় পদে ১৫ জন এবং নির্বাহী সদস্য পদে ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে থাকছেন নবাব ফয়জুন্নেছা হলে ১১ জন। তারা সবাই আদিবাসী শিক্ষার্থীদের 'হৃদ্যতার বন্ধন' প্যানেলের। এছাড়া শামসুন্নাহার হলে ৭ জন, প্রীতিলতা হলে ২ জন, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২ জন, বিজয় চব্বিশ হল ও শাহজালাল হলে একজন করে রয়েছেন।
নবাব ফয়জুন্নেছা হলে সহ-সভাপতি পদে পারমিতা চাকমা, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইতি চাকমা, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে অপরাজিতা বড়ুয়া তিন্নী, রিডিংরুম ও লাইব্রেরি সম্পাদক পদে খিং খিং ছেন, সমাজসেবা সম্পাদক পদে মোনালিসা চাকমা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ সম্পাদক পদে শ্রেয়া তালুকদার।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে অনন্যা চাকমা, প্রমিতা চাকমা ও শিপ্রা তনচংগা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শামসুন্নাহার হলে দপ্তর সম্পাদক পদে সাইমুন সাদিয়া, লাইব্রেরি সম্পাদক পদে নিসাদ জান্নাত, সমাজসেবা সম্পাদক পদে ইফফাত আরা জুই, যোগাযোগ সম্পাদক পদে কানিজ ফাতেমা সিফাত। নির্বাহী সদস্য পদে নাসিফা নাঈম তাসফিয়া, মিফতাহুল জান্নাত ও আফিয়া জাহিন জয়ী হয়েছেন। তবে এ হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় পদটি ফাঁকা থাকবে।
প্রীতিলতা হলে খেলাধুলা সম্পাদক অন্তরা চাকমা ও বিজ্ঞান সম্পাদক সিরাজুম মুনিরা।
শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে নির্বাহী সদস্য মাহমুদুল ইসলাম মিনহাজ ও আবু বকর ছিদ্দিক। বিজয় চব্বিশ হলে খেলাধুলা সম্পাদক অন্তরা সাহা। শাহজালাল হলে শিবির সমর্থিত প্যনেল থেকে রিডিংরুম সম্পাদক তানভীর হাসান প্রান্ত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) -এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, 'যেসব পদে প্রার্থী পাওয়া যায়নি, সেগুলো ফাঁকাই থাকবে। অন্য কোনোভাবে পূরণ করার সুযোগ নেই।'
নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী, চাকসু, হল ও হোস্টেল সংসদ মিলে সর্বমোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে ৪২৯ জন এবং হল ও হোস্টেলে ৫০২ জন।
কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি পদে ২৩ জন, সাধারণ সম্পাদক পদে ২১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেলে সহ-সভাপতি পদে ৪৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪১ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। এ ছাড়া আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।