চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ, আমাদের জবাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে–এর অনলাইন সংস্করণে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান, নথিপত্র তালা দিয়ে উপাচার্য চীনে" শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারকে 'চীনে অবস্থান করছেন' বলে উল্লেখ করা হয়, যা সঠিক নয়। প্রকৃতপক্ষে তিনি ১২ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত South Asian Regional Conference on the State of Higher Education and Future Pathways (SARCHE-2026) সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ-এর আমন্ত্রণে অংশগ্রহণের জন্য ঢাকায় অবস্থান করছিলেন।
এছাড়া সংবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম নিয়ে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে, সেগুলো তথ্যভিত্তিক নয় এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
আমাদের জবাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে সংশ্লিষ্ট সংবাদের একটি অংশে তথ্যগত বিভ্রান্তি চিহ্নিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ফটোকার্ড অপসারণ করা হয়েছে এবং অনলাইন সংস্করণে শিরোনাম ও সূচনা অংশ সম্পাদনা করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের অবস্থান সংক্রান্ত বিভ্রান্তির বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল এবং এ কারণে পাঠকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি।
তবে, সংবাদটিতে নিয়োগ কার্যক্রম নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর পক্ষ থেকে কোন অভিযোগ উত্থাপন করা হয়নি। যেসব অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন অভিযান পরিচালনা করেছিল তা উল্লেখ করা হয়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাস করে এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।
