বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে: বিএনপি নেতা জাহিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের নিয়ে 'প্রশ্ন উঠেছে' বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালযসমূহের মধ্যে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটি নিয়ে প্রশ্ন উঠছে।'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রসঙ্গ টেনে জাহিদ হোসেন বলেন, 'গতকালকে যে জাকসু নির্বাচন হয়েছে, সেখানে শুধু ছাত্রদলের কথা কেন বলেন, সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে।'
এই বিএনপি নেতা আরও বলেন, 'সবার প্রতি আহ্বান, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হোন। গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন, তারা কোনো অবস্থাতেই বিভাজনের রাজনীতিতে যাবেন না। ঐক্যের রাজনীতিতে আসুন। জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। জনগণের ওপর দায়িত্ব দিন।'
বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, 'আপনারা লক্ষ্য করছেন, ইদানীংকালে অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে বিপথগামী করার জন্য। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হচ্ছে। পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তলেতলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঁতাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে।'