জাকসু নির্বাচন: ৫ হলের অনানুষ্ঠানিক ফল প্রকাশ হওয়ায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে পাঁচটি হলের সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ হওয়ায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার।
ভোট গণনা পুরোপুরি শেষ হওয়ার আগেই আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পাঁচ হলের ফলাফল ছড়িয়ে পড়াকে তিনি 'অস্বাভাবিক' বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে মাফরুহি সাত্তার সাংবাদিকদের বলেন, 'এই পরিস্থিতি অস্বাভাবিক। নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। কমিশনের দায়িত্ব কে পালন করছে? ভোট গণনা শেষ হওয়ার আগেই ফেসবুকে ফলাফল কে প্রকাশ করছে?'
তিনি আরও বলেন, এটা পুরো নির্বাচন প্রক্রিয়ার ওপর সন্দেহ তৈরি করেছে। ব্যক্তিগতভাবে, আমি পুরো পরিস্থিতিটিকে অস্বাভাবিক বলে মনে করি। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা এখন প্রশ্নের মুখে।
উল্লেখ্য, জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে ২১টি হলের মধ্যে ১৭টির। এর মধ্যে পাঁচটি হলে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়েছে।
এবারের নির্বাচনে জাকসু ও হল সংসদের ৩৪০টি পদের বিপরীতে ৬২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে হল সংসদের ৩১৫টি পদের মধ্যে ১৩১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ৬৮টি পদ এখনও শূন্য রয়েছে। আর কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৭ জন প্রার্থী, যার মধ্যে ১৩২ জন ছাত্র ও ৪৫ জন ছাত্রী।