শিবিরকে ভোট জালিয়াতিতে সহযোগিতার অভিযোগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা সংশপ্তক পর্ষদের

প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম এবং ছাত্রশিবিরকে ভোট জালিয়াতিতে সহযোগিতার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সংশপ্তক পর্ষদ।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকসু নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদপ্রার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এরিয়ায় সংবাদ সম্মেলন করবে সংশপ্তক পর্ষদ।
সংশপ্তক পর্ষদের অভিযোগ, ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে পূরণ করা ব্যালট পেপার পাওয়া গেছে; শহীদ সালাম-বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও সেখানে ৪০০টি ব্যালট পেপার পৌঁছেছে; এবং রফিক-জব্বার হলে ভোটার তালিকায় ছবি না থাকায় যেকোনো ব্যক্তি সেখানে ভোট দিতে পেরেছেন।
এছাড়া, প্রতিটি হলেই বহিরাগতদের উপস্থিতি এবং প্রশাসনের পক্ষ থেকে পক্ষপাতমূলক আচরণের প্রমাণ মিলেছে। এসব অনিয়ম ও ভোট জালিয়াতির প্রতিবাদে সংশপ্তক পর্ষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এবং সব শিক্ষার্থীকে একত্রিত হয়ে এই ভোট ডাকাতি ও প্রশাসনিক পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
লিখিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "আমরা জাকসুতে অংশগ্রহণকারী সব প্যানেল ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি—আসুন, সব ভেদাভেদ ভুলে প্রশাসন ও ছাত্রশিবিরের এই অনিয়ম ও ভোট ডাকাতির চক্রান্তকে একতাবদ্ধভাবে প্রতিহত করি।"