কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর বাড্ডার কুড়িল এলাকায় ইউরোজোন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।
আজ (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বাড্ডা-কুড়িল সড়কে অবস্থান নিলে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইওভারেও।
ট্রাফিক গুলশান ডিভিশনের ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয়, 'ইউরোজোন ফ্যাশন গার্মেন্টস এর প্রায় ৫০০-৬০০ কর্মীরা পুনরায় বেতন-ভাতার দাবিতে রাস্তা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি বিমানবন্দর রোডে ঢাকা উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের উভয় দিকে প্রায় ২০০ কর্মী রাস্তা বন্ধ করে দিয়েছে।'
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়াউর রহমান টিবিএসকে বলেন, 'বকেয়া বেতনের দাবিতে ইউরোজোন ফ্যাশনের কর্মীরা কুড়িল ফ্লাইওভার অবরোধ করেছেন। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখে অবস্থান নেওয়ায় সেখানেও তীব্র যানজট তৈরি হয়েছে।'
তিনি আরও বলেন, 'এর আগেও গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে নেমেছিলেন। তখন মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা।'