জাতীয় নির্বাচন: ৪২,৬১৮ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ইসির

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে ১২ কোটি ভোটারের বিপরীতে সাড়ে ৪২ হাজার সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। স্থানীয় পর্যায়ে এসব ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ হয়েছে।
খসড়া তালিকা প্রকাশের পর ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি-আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে, ১২ অক্টোবরের মধ্যে তা নিষ্পত্তি এবং ২০ অক্টোবর সম্ভাব্য ভোটকেন্দ্র চূড়ান্ত হবে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তফসিল হলে ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে আসনভিত্তিক ভোটকেন্দ্রের তালিকা (কেন্দ্রের নাম, ভোটার, ভোটকক্ষ সংখ্যা) গেজেট আকারে প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।
তিনি জানান, ভোটার বাড়লেও ব্যবস্থাপনার সুবিধার্থে বর্তমান নির্বাচন কমিশন ভোটকেন্দ্র কমানোর পাশাপাশি ভোটকক্ষ কমানোর পরিকলল্পনা নিয়েছে। এক্ষেত্রে দুই বছর আগের দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোটকেন্দ্র বেড়েছে মাত্র ৪৬৮টি, আর ভোটকক্ষ কমেছে ১৭ হাজার ৪২৬টি'র মতো।
বর্তমানে ১২ কোটি ৬৩ লাখেরও বেশি ভোটার রয়েছেন।
ইসি সচিব আরও জানান, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮টি; এরমধ্যে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। ভোটকক্ষের মধ্যে পুরুষের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি আর নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ১০৭টি।