ইসিতে আপিল মঞ্জুর, বগুড়া-২ আসনেও প্রার্থিতা ফিরে পেলেন মান্না
নির্বাচন কমিশনে (ইসি) আপিলের মাধ্যমে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন-এর সভাপতিত্বে এ আপিল শুনানি হয়।
এর আগে গত ২ জানুয়ারি যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা নাগরিক ঐক্যের সভাপতির মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
ইতোমধ্যে ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মান্নার মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপিল মঞ্জুর হওয়ার ফলে এখন ঢাকা-১৮ ও বগুড়া-২ (শিবগঞ্জ) উভয় আসনে লড়তে পারবেন তিনি।
শুনানি শেষে নির্বাচন ভবনে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, এর আগেও তিনি বগুড়া থেকে নির্বাচন করেছেন। তার বিরোধিতা করতে গিয়ে যে 'মবক্রেসি' করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে।
তিনি মনে করেন, জেলা প্রশাসক বিচলিত হয়ে মনে করেছেন পরিস্থিতি সামাল দিতে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানোই ভাল। না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।
