আপিল শুনানির দ্বিতীয় দিন: প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর গতকাল থেকে শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানির দ্বিতীয় দিনে মোট ৫৮ জনের আপিল মঞ্জুর এবং ৭ জনের নামঞ্জুর করা হয়েছে। এছাড়া, ৬ জন প্রার্থীর আপিল বিবেচনাধীন রাখা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বেলা ৫ টা পর্যন্ত আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
ইসি'র ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর ৭১ জনের শুনানি হয়।
উল্লেখ্য, শনিবার অপেক্ষামাণ থাকা মুন্সীগঞ্জ -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদনটি মঞ্জুর করেছে ইসি।
এদিকে, শুনানির প্রথম দিন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। আর রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন–এরকম একজনের প্রার্থিতা বাতিল হয়েছে।
