ডাকসু নির্বাচন: ভিপি পদে ১, ২, ৩ ভোট পেলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৫ জন প্রার্থী। এ পদে প্রদত্ত মোট ভোটের সংখ্যা ছিল ২৯ হাজার ২৫৯।
এই ৪৫ প্রার্থীর মধ্যে তিনজন মাত্র একটি করে ভোট পেয়েছেন। তারা হলেন মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক।
এ ছাড়া আরও তিনজন প্রার্থী—মো. নাছিম উদ্দীন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ—দুটি করে ভোট পেয়েছেন।
অন্যদিকে, তিন ভোট নিয়ে অবস্থান করেছেন আরও তিন প্রার্থী। তারা হলেন মো. মুদাব্বীর রহমান, মো. হেলালুর রহমান ও শাহ জামাল সায়েম। ডাকসুর ফলাফলের চূড়ান্ত তালিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
ভিপি পদে একক সংখ্যায় ভোট পাওয়ার মধ্যে আরও রয়েছেন: আসিফ আনোয়ার অনিক (৫), জালাল আহমেদ (৮), দ্বীন মোহাম্মদ সোহাগ (৬), মাহদী হাসান (৯), মো. আজগর ব্যাপারী (৬), মো. শফী রহমান (৬), মো. আতাউর রহমান শিপন (৫), মো. আবুল হোসেন (৭), মো. উজ্জ্বল হোসেন (৬), মো. নাসিম উদ্দিন (২), মো. ফয়সাল আহমেদ (৪), মো. রাসেল মাহমুদ (৭) মোছা. জান্নাতী বুলবুল (৬), জায়েদ বিন ইকবাল (৭) এবং রিয়াজ উদ্দিন আহমেদ (৮)
আর সাধারণ সম্পাদক পদে মো. নিয়াজ মাখদুম ৬ ভোট পেয়ে, আর সৈয়দুল বাশার ৯ ভোট পেয়ে লড়াই চালিয়েছেন।
তবে ভিপি প্রার্থী জালাল আহমেদ ভিন্ন কারণে আলোচনায় এসেছেন। রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সেখানেই বন্দি অবস্থায় থেকেও তার নাম ছিল ব্যালটে এবং শেষ পর্যন্ত তিনি পেয়েছেন ৮টি ভোট।