নিয়োগ পাচ্ছেন ২,১২৫ আনসার সদস্য, গঠিত হবে ৫টি নতুন ব্যাটালিয়ন

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, কেপিআইভুক্ত সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নতুন করে পাঁচটি আনসার ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন পাঁচটি ব্যাটালিয়নের জন্য মোট ২,১২৫টি পদ সৃষ্টি করা হবে। এরমধ্যে রাজস্ব খাতে স্থায়ীভাবে ২০টি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে ২,১০৫টি পদ রাখা হবে। প্রতিটি ব্যাটালিয়নে ৪২৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রস্তাবটি অনুমোদন করেছে। অর্থ মন্ত্রণালয় এসব নতুন পদের বেতন স্কেলও নির্ধারণ করেছে।
নতুন ব্যাটালিয়নগুলো মোতায়েন করা হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা (পাবনা), কক্সবাজারের উখিয়া, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর এবং বরিশাল বিভাগে।
সৃষ্টি হতে যাওয়া পদের মধ্যে থাকছে—৫ জন পরিচালক, ৫ জন উপ-পরিচালক, ১০ জন সহকারী পরিচালক, ২০ জন সার্কেল অ্যাডজুট্যান্ট, ৯০ জন সুবেদার, ১০০ জন নায়েব সুবেদার, ১২০ জন হাবিলদার, ২০০ জন নায়েক, ৩৯০ জন ল্যান্স নায়েক, এক হাজার ১৮০ জন সিপাহী এবং ৫ জন নার্সিং সহকারী।
বর্তমানে দেশে মোট ৪২টি আনসার ব্যাটালিয়ন রয়েছে। এরমধ্যে ৩৯টি পুরুষ, দুটি নারী এবং একটি গার্ড ব্যাটালিয়ন।
এছাড়া মালয়েশিয়ার জোহর বাহরুতে একটি নতুন কনস্যুলেট জেনারেল অফিস স্থাপনের জন্য নয়টি পদ সৃষ্টির প্রস্তাব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রস্তাবে বলা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ৪০ শতাংশ প্রবাসী বাংলাদেশি জোহর বাহরু ও এর আশপাশের এলাকায় থাকেন। কিন্তু কনস্যুলার সেবা নিতে তাদের কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যেতে হয়। অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় জোহর বাহরুতে কনস্যুলেট স্থাপনের সুপারিশ করেছে আন্তমন্ত্রণালয় প্রতিনিধিদল। অর্থ বিভাগ স্বদেশভিত্তিক ছয়টি এবং স্থানীয়ভিত্তিক তিনটি পদ সৃষ্টিতে সম্মতি দিয়েছে।
এছাড়া রংপুর সিটি করপোরেশনের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে অস্থায়ীভাবে আরও ৩২০টি পদ সৃষ্টির প্রস্তাব সচিব কমিটিতে উত্থাপন করা হবে।