ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি মডেল গঠন করেছি: চিফ রিটার্নিং অফিসার

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, এবারের ডাকসু নির্বাচনের মাধ্যমে তারা একটি মডেল গঠন করেছেন, যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ কাজে লাগাতে পারবে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত। দেশ যখনই কোনো বিপদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তখন উদ্ধার করে। আমরা কথা দিয়েছিলাম যে আমরা যে কথা দিবো সেটা রক্ষা করবো, আমরা সেটা রক্ষা করেছি।'
তিনি আরও বলেন, 'ডাকসু প্রত্যাশিত ছিলো। আমরা নির্বাচন আয়োজন না করতে করতে অনেক বিষয় ভুলে যাই। আমরা এবারের নির্বাচনের মাধ্যমে একটি মডেল গঠন করেছি যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ কাজে লাগাতে পারবে।'
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' ভূমিধস বিজয় অর্জন করেছে। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম এবং এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদহ ২৩টি পদ তারা জয়ী হয়েছেন।