জাকসু নির্বাচন: ভিপি পদে অমর্ত্যর প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায় জনের প্রার্থিতা পুনর্বহালে হাইকোর্টের নির্দেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন।
এর আগে, এদিন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অমর্ত্য রায় জনের আইনজীবী মানজুর আল মতিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার প্রসঙ্গে অমর্ত্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'আজ হাইকোর্ট আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আজকে জাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন, পাশাপাশি ডোপ টেস্টও চলছে।'
তিনি আরও বলেন, 'আমি ক্যাম্পাসে ফিরে আবারও প্রচারণা শুরু করব।'
এদিকে হাইকোর্টের রায়ের বিপক্ষে চেম্বার আদালতে বিকেলে শুনানি হবে বলে জানা গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, 'আমরা হাইকোর্টের আদেশের বিপক্ষে মাননীয় চেম্বার আদালতে আপিল দায়ের করেছি। আজকে বিকেলে শুনানি হবে।'
এর আগে গতকাল (৮ সেপ্টেম্বর) প্রার্থিতা পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন অমর্ত্য রায় জন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তার আইনজীবী।
অমর্ত্যের প্রার্থিতা নিয়ে গতকাল বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়ায় যে তিনি নির্বাচন স্থগিতের আবেদন করেছেন। তবে খবরটি সম্পূর্ণ গুজব জানিয়ে টিবিএসকে তিনি বলেন, 'এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। আমি নির্বাচন স্থগিত নয়, প্রার্থিতা পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট করেছি।'