ডাকসু নির্বাচন: ভোটকেন্দ্রে শিক্ষার্থীকে দুটি ব্যালট দেয়ায় এক পোলিং অফিসারকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটার কিছু পরে একযোগে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আটটি কেন্দ্রে ভোট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
সকাল সাড়ে ৭ টায় গণমাধ্যমকর্মীদের সামনে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স প্রদর্শন করে সিলগালা করা হয়।
দীর্ঘ সাড়ে ছয় বছর অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে থাকেন সবাই।