জাকসু নির্বাচন, ৯ দফা ইশতেহার ঘোষণা ছাত্রশিবিরের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সমন্বিত শিক্ষার্থী জোট'। এটি আগামী এক বছরে এসব ইশতেহার বাস্তবায়ন করা হবে বলে এসময় জানানো হয়েছে।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব৷
সংবাদ সম্মেলনে বলা হয়, ৯টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে ইশতেহার বাস্তবায়ন করা হবে। এগুলো হলো— জুলাই গণ অভ্যুত্থান, অ্যাকাডেমিক, বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রকৃতি, আবাসিক হল, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, লৈঙ্গিক সমতা ও নারী নিরাপত্তা, প্রশাসনিক আধুনিকায়ন ও পরিবহন সেবা, বিশেষ চাহিদা সম্পন্ন ও সকল নৃগোষ্ঠির অধিকার রক্ষা।
ইশতেহারে ৫টি বিষয়কে 'না' বলা হয়েছে। এগুলো হলো- সেশনজট ও ক্লাস নিয়ে অবহেলা, নারীর প্রতি অসহিষ্ণুতা, মাদক ও চাদাবাজি, লাঞ্চের পরে আসেন এমন কথা, র্যাগিং ও সাইবার বুলিং।
অন্যদিকে ইশতেহারে ৫টি বিষয়কে 'হ্যা' বলা হয়েছে। এগুলো হলো- ডাইনিংয়ে ভর্তুকি আদায়, অভ্যন্তরীণ পরিবহন সমস্যার সমাধান, অটোমোশন, পূর্ণাঙ্গ মেডিকেল, প্রাণ-প্রকৃতি রক্ষা।