রাজনৈতিক দল থেকে দূরে থাকতে পুলিশের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রাজনৈতিক দল থেকে দূরে থাকতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
রাজনৈতিক দল থেকে দূরে থাকতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা কোনো বিশেষ দলের হয়ে কাজ করবেন না, নিজেকে রাজনৈতিক দলের কর্মী ভাববেন না।'
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে; তেমনি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানেও নিজেদের পেশাদারত্বের প্রমাণ দিতে সক্ষম হবে।'
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশ পেশাদারত্বের প্রমাণ দিতে সক্ষম হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ধৈর্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে।'
তিনি বলেন, 'আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকব, তত সাধারণ জনগণের আস্থা অর্জন করতে পারব।'
উপদেষ্টা বলেন, 'আমরা আশা করি আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বিগত ১৮ ও ২৪ সালসহ অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে।'
তিনি বলেন, 'আগামী নির্বাচনে বাংলাদেশ পুলিশ এমন নজির স্থাপন করুক যা শুধু দেশে নয় বিদেশেও প্রশংসিত হয়।'
তিনি আরও বলেন, 'নির্বাচনি প্রশিক্ষণ পুলিশ সদস্যদের আরও সক্ষম করবে, তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পেশাদারী মনোভাব গড়ে তুলবে।'
উপদেষ্টা বলেন, 'নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের বদলি ও পোস্টিং দেওয়া হবে।'