জাকসু নির্বাচন: ছাত্রদলের ৮ দফা ইশতেহার ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।
শিক্ষা ও গবেষণায় প্রাধান্য, শিক্ষাবান্ধব নিরাপদ ক্যাম্পাস, খাবারের উন্নত মান নিশ্চিতকরণ এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে প্রতিশ্রুতি দিয়েছে সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের 'অদম্য ২৪' স্থাপত্যের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। সেখানে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ সাদী হাসান ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ইশতেহার পড়ে শোনান।
ইশতেহারে বলা হয়, শিক্ষার্থীদের দাবি ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। পরিকল্পিত আবাসন ব্যবস্থা ও উন্নতমানের খাবার সরবরাহের পাশাপাশি নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থাপনা, ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রসার, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ এবং প্রাণীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।