ডাকসু নির্বাচন: শুধু নির্বাচনের দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্ধারিত ছুটির সময়সীমা চার দিন থেকে কমিয়ে এক দিন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে ৮ ও ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।
অধ্যাপক জসীম উদ্দিন বলেন, 'ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন ও সৌহার্দপূর্ণ পরিবেশ বিরাজ করছে।'
এ সময় তিনি সকল শিক্ষার্থীকে এই নির্বাচনে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের কার্যক্রমকে আরও কার্যকর ও সফল করে তোলার জন্য আহ্বান জানান।
এর আগে গত ৩০ আগস্ট, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলো তিন দিনের ছুটি ঘোষণার দাবি জানায়। তাদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে একদিন ছুটি কমিয়েছিল।
অধ্যাপক জসীম জানান, ডাকসু নির্বাচনের রীতি অনুযায়ী সাধারণত একদিনই ছুটি থাকে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে এবং সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে প্রথমে ছুটির সময় বাড়ানো হয়েছিল।
তিনি বলেন, নির্বাচনের এই মুহূর্তে এসে অনেক প্রার্থীর অনুরোধের প্রেক্ষিতে আমরা আবার শুধু মাত্র ৯ তারিখ বন্ধ রেখে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন সেই অনুরোধ রেখেছে।'