চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিতের মেয়াদ ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল, ১৪৪ ধারা বহাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের জেরে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা আরও একদিন বাড়ানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, 'শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সামনের কয়েকদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।'
এর আগে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজার থেকে রেলগেইট পর্যন্ত এলাকায় আগামীকাল (২ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এই সময়ে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, পাঁচজন বা তার বেশি মানুষের একত্রে অবস্থান, অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে সোমবার রাত থেকে বিক্ষোভ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। শহিদ মিনার ও প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বাম ছাত্রসংগঠনগুলোর নেতারা মঙ্গলবার সকাল ১১টায় যৌথভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় ঢোকার সময় এক ছাত্রীকে দারোয়ান চড় মারার অভিযোগ উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। পরদিন (৩১ আগস্ট) সকাল থেকে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ ৪০০ থেকে ৫০০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার দুপুর থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়, যা পরবর্তীতে আরও একদিন বাড়ানো হয়েছে।