অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, এই প্রশ্ন এখন সবার মধ্যে: দেবপ্রিয় ভট্টাচার্য

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যেসব সংস্কার প্রস্তাব এসেছিল, সেগুলো মাঝে যেন আর এগোতে পারল না। ফলে অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, এই প্রশ্নটি এখন সবার মধ্যে।
সোমবার (১ সেপ্টেম্বর) গুলশানের একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামে একটি নতুন উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় বলেন, 'এই মুহূর্তে বাংলাদেশের ওপর দিয়ে একটা বড় ঝড় বয়ে যাচ্ছে। আমার দৃষ্টিতে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বৈষম্যবিরোধী চেতনা পেয়েছি, এটা বাংলাদেশের বড় সম্পদ—যেটিকে এই ঝড় থেকে রক্ষা করা প্রয়োজন।'
তিনি আরো বলেন, 'আমরা যে উচ্ছ্বাস নিয়ে সরকার ও সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলাম, সে উচ্ছ্বাস ও উৎসাহ এখন কিছুটা স্তিমিত হয়ে গেছে। আমরা দেখেছি, সংস্কার প্রক্রিয়ায় যেসব কমিটি হলো, সেখানে প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু ও বিভিন্ন পর্যায়ের অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল না।'
'এই সময়কালে শিখেছি, সংস্কারের জন্য কারিগরি সমাধান অনেকেই দিতে পারে, তবে সেটাকে বাস্তবায়ন করার জন্য দরকার জবাবদিহিতামূলক নাগরিক চাহিদা,' বলেন দেবপ্রিয়।
আলোচনায় নাগরিক প্লাটফর্মের কোর গ্রুপ মেম্বার ও সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, '১৯৯১ সালে…২৯টা টাস্কফোর্স করা হয়েছিল। তখন অনেক সংস্কার প্রস্তাব এলেও সেগুলোর সব বাস্তবায়ন হয়নি। ফলে অনেক ধাক্কার পর জুলাই অভ্যুত্থান আমরা দেখেছি। তাই বর্তমানে আমাদের সবাইকে সঙ্গে নিয়ে সংস্কার আলোচনা ও ওয়াচ জারি রাখতে হবে।'
অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন, 'সংস্কারবিরোধী শক্তিগুলো সরকার ও সমাজের মধ্যে রয়ে গেছেন। ফলে সংস্কার করার মতো রাজনৈতিক দলগুলো নিজেদের বদলেছে কি না বা অঙ্গীকারবদ্ধ কি না, এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ রিফর্ম ওয়াচ নির্বাচন ও এর পরেও রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করতে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে বলে আশা করি।'
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র গবেষক তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সবার প্রত্যাশা ছিল বিভিন্ন ক্ষেত্রে সংস্কার।' তিনি প্রশ্ন তোলেন, 'এক বছরে সেই সংস্কার কার্যক্রম কত দূর এগোল? জুলাইয়ের পর আমরা সাধারণ মানুষের কথা শোনার চেষ্টা করেছি। তার ধারাবাহিকতায় আজকের এই রিফর্ম মঞ্চের যাত্রা শুরু।'
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। এছাড়া রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।