চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ, দেশে ভোটার এখন ১২ কোটি ৬৩ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাদ পড়া ভোটারদের যুক্ত করার পর দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।
রোববার (৩১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, খসড়ায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের নাগরিকসহ ভোটার সংখ্যা ছিল ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। পরবর্তীতে আরও ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন যুক্ত হওয়ায় সর্বমোট ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন ভোটার বেড়েছে।
গত ১০ অগাস্ট প্রায় ৪৬ লাখ ভোটারের খসড়া তালিকা প্রকাশ করে ইসি। দাবি-আপত্তি নিষ্পত্তির পর আজ (৩১ অগাস্ট) প্রকাশিত হলো চূড়ান্ত তালিকা।
ইসি জানিয়েছে, বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৬৩ লাখ। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। বর্তমান তালিকার সঙ্গে ৩১ অক্টোবর নতুন করে আরও ১৮ বছর বয়সী নাগরিক ভোটার হিসেবে যুক্ত হবেন।
এর আগে ইসি জানায়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, 'এবার ভোটার তালিকা তিন ধাপে প্রস্তুত করা হচ্ছে। এ বছরের শুরুতে নতুন ভোটার অন্তর্ভুক্তির পর ২ মার্চ ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখের বেশি। পরে বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়াদের তথ্য হালনাগাদ করে ৩১ অগাস্ট সম্পূরক তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর ভোটার তালিকা আইন সংশোধনের ফলে জাতীয় নির্বাচনের আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর বয়সে পৌঁছাবেন, তাদেরও তালিকাভুক্ত করা হবে। ভোটের আগে চূড়ান্ত সংখ্যা তখনই নির্ধারিত হবে।'