‘জিএম কাদেররা বাংলাদেশে রাজনীতি করে কী করে?’: রুহুল কবির রিজভী

গণ-অভ্যুত্থানের পর জাতীয় পার্টি ও দলটির চেয়ারম্যান জিএম কাদের রাজনীতি করা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, "তারা বাংলাদেশে রাজনীতির কথা বলছে এটাই তো সবচেয়ে অবাক করার বিষয়। শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারত থেকে ফিরে এসে কাদের বললো, 'ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না'। সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কী করে। এখনো কথা বলে কী করে। তারা তো দেশেকে বিশ্বাস করে না।"
রোববার (৩১ আগস্ট) গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, 'নুরুল হক নুরের ওপরে আক্রমণটা আমার কাছে মনে হয়েছে পূর্ব পরিকল্পিত। পরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। নুর ছিল ফ্যাসিবাদী সরকারের শিকার।'
তিনি বলেন, 'পরশুদিনের যে ঘটনা নুর প্রতিবাদ জানাচ্ছিল, সেখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি। তার উপরে এই যে হামলাটা হয়েছে তা নির্মম। সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি।'
জাতীয় পার্টির নিষিদ্ধের একটা দাবি উঠেছে আপনার অভিমত কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এ ব্যাপারে দল সিদ্ধান্ত নিবে।
নুরুল হক নুরের সুস্থতা কামনা করে রিজভী বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বাহির দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হোক।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।