শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা, সড়কে যান চলাচল স্বাভাবিক

তিন দফা দাবি নিয়ে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাল (বুয়েট) ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন। এরপর সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।'
এর আগে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি প্রাদান করার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
শিক্ষার্থীদের দাবি, বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া, প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন করার বিষয়েও দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো:
১. নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।
২. ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। অন্যথায় এই পদবি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এর আগে গতকাল (২৫ আগস্ট) 'ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স' কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। আজ শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে শাহবাগসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।