হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বরিশালে গ্রেপ্তার

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে একটি হত্যা মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির সিআইডির একটি আভিযানিক টিম বরিশাল নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি বলেন, 'আসামিকে নিয়ে আভিযানিক টিমটি ইতিমধ্যে ঢাকার পথে রওনা দিয়েছে। মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানা বিস্তারিত জানাতে পারবে।'
উল্লেখ্য, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তার ছেলে তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়।
এই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।