ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার (১৯ আগস্ট) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃত হাজতির নাম কিরণ পরিতোষ চন্দ্র (৫০)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।'
ময়নাতদন্তের পর কারাগার কর্তৃপক্ষের আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।