অনুশীলনের সময় হার্ট অ্যাটাক: সিলেট স্টেডিয়ামে জানাজা শেষে বিদায় নিলেন কোচ জাকি
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজা সম্পন্ন হয়েছে। যে মাঠে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগের আগমুহূর্ত পর্যন্ত কাজ করেছেন, শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সেখানেই অনুষ্ঠিত হয় তার জানাজা।
এদিন বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে জাকির মরদেহ স্টেডিয়ামে নিয়ে আসা হয়। এরপর মাঠেই অনুষ্ঠিত হয় জানাজা। এতে ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা অংশ নেন। জানাজা শেষে প্রিয় শিষ্যদের কাঁধে চড়েই মাঠ থেকে চিরবিদায় নেন এই ক্রিকেট কোচ।
বিসিবি সূত্রে জানা গেছে, জানাজা শেষে তার মরদেহ দাফনের জন্য কুমিল্লায় নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে শনিবার দুপুর ১টার দিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলকে নিয়ে অনুশীলন করাচ্ছিলেন জাকি। হঠাৎ দলের ডাগআউটের কাছে তিনি লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক দলের ফিজিও হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে তাকে সিপিআর দিতে শুরু করেন। শুরুতে কিছুটা সাড়া দিলেও হাসপাতালে নেওয়ার পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন।
দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমসহ তারকা ক্রিকেটাররা। মাহবুব আলী জাকির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
