এস এম সুলতানের জন্মশতবর্ষ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে প্রদর্শনী, আগামীকাল সমাপ্তি

এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জয়নুল গ্যালারি ও চারুকলায় চলছে চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শনী। ১৭৮টি শিল্পকর্ম নিয়ে গত রোববার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে আগামীকাল শনিবার।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট ও টেরাকোটা ক্রিয়েটিভস, সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, এস. এম. সুলতান স্মৃতি গ্যালারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
আয়োজকরা জানান, এই উৎসবে ৯৫টি চিত্রকর্মের পাশাপাশি ১৩টি ভাস্কর্য ও ৭টি মৃৎশিল্প নিয়ে শিল্প প্রদর্শনী, ক্ষুদে আঁকিয়েদের ৬৩ চিত্রকর্ম নিয়ে চিত্র প্রদর্শনী, সেমিনার এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মহান শিল্পীর শিল্প ও দর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছ।

এছাড়া প্রদর্শনীতে শিল্পী মোহাম্মদ ইউনুস, হামিদুজ্জামান খান, আইভি আমান, ড. আজহারুল ইসলাম চঞ্চল, বিমানেষ বিশ্বাস, রশীদ আমিন, আনিসুজ্জামান, শাহজাহান আহমেদ বিকাশ, কাওসার হাসান টগর, এ এফ এম মনিরুজ্জামান শিপু, মোহাম্মদ নজরুল ইসলাম অ-ঘ্রাণী, সান্ত্বনা শাহরিণ, আলপ্তগীন তুষার প্রমুখ শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা ও 'শিল্পী এস. এম. সুলতানের জন্মশতবর্ষ উৎসব' এর কিউরেটর মৃত্তিকা কামাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, 'এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের যাত্রাটা এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে যশোরের চারুপীঠ গ্যালারি থেকে। সেখানে খুব ভালো লোকাল এঙ্গেজমেন্ট হয়েছে। তারপর আমরা চিন্তা করলাম এই জিনিসটা জাতীয়ভাবে ঢাকায় নেওয়ার। সেই চিন্তা থেকেই আমাদের এখানে প্রদর্শনী করা।'

তিনি বলেন, 'প্রতিদিন অসংখ্য মানুষ আসছে। শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে দেখেও অনেক মানুষ আসছে। সুলতান নিয়ে জানছে, জিজ্ঞেস করছে এবং তাকে সবাই স্মরণ করছে। পরের প্রজন্মের কাছে এস এম সুলতানকে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমাদের আশা, নতুন প্রজন্মের মধ্যে শিল্পচেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন।'

প্রদর্শনী শেষ আগামীকাল
আগামীকাল সন্ধ্যা ৬টায় চারুকলার ওসমান জামাল মিলনায়তনে তারেক মাসুদ নির্মিত সুলতান বিষয়ক প্রামাণ্যচিত্র 'আদম সুরত' প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে এ উৎসবের।