‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 

এস. এম সুলতানের বর্ণাঢ্য এক প্রদর্শনী হয়েছিল ‘৭৮ সালে, শিল্পকলা একাডেমিতে, সে এক মহাযজ্ঞে। বহু ছবি এঁকেছিলেন সুলতান সেই প্রদর্শনী সামনে রেখে। তার চল দখল সিরিজের কাজও সেই প্রদর্শনীর সময়েই আঁকা।...