শিক্ষাবিদ যতীন সরকার মারা গেছেন

বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার (৮৯) মারা গেছেন।
আজ বুধবার (১৩ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত জুন মাসে ঢাকার একটি হাসপাতালে যতীন সরকারের অস্ত্রোপচার হয়। এরপর থেকে বেশির ভাগ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিডনিসংক্রান্ত জটিলতাসহ বাধ্যর্কজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।
জানা যায়, হাসপাতাল থেকে যতীন সরকারের মরদেহ জেলা উদীচী কার্যালয়ে নেওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নেত্রকোনায় নিজ বাড়িতে তার মরদেহ নেওয়া হবে। সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে।
অধ্যাপক যতীন সরকারের জন্ম ১৮ আগস্ট ১৯৩৬ সালে। আজীবন তিনি ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।
১৯৬০-এর দশক থেকে তিনি ময়মনসিংহ শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন।
তিনি শিক্ষকতার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে আজীবন যুক্ত ছিলেন।
২০১০ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত কর। এছাড়াও তিনি ২০০৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেছেন।