৫ মামলায় বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশার আবার ১৩ দিনের রিমান্ডে

বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ৩ কোটি ৮৯ লাখ আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানার প্রতারণার পৃথক পাঁচ মামলায় 'বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক'-এর চেয়ারম্যান মো. খায়রুল বাশার বাহারের আবার ১৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৩ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে গুলশান থানায় করা পৃথক পাঁচটি মামলার তদন্ত কর্মকর্তারা ৪৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলশান থানার পৃথক পাঁচ মামলায় খায়রুল বাশারের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ৩ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার ৯৮৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এর আগে, গত ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে খায়রুল বাশারকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তার রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। ৬ আগস্ট আরেক মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ওই মামলার রিমান্ড শেষে আজ তাকে আদালত হাজির করে আবারও ১৩ দিনের রিমান্ডে পাঠানো হয়।