গাজীপুরে মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে সোমবার (১১ আগস্ট) রাতে মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে ৪ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মশাল, মশাল তৈরির সরঞ্জাম, দাহ্য পদার্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারেরা হলেন- শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মুরগির বাজার এলাকার হবি মিয়ার ছেলে নাহিদ হাসান (২২), কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের নুরুল হকের ছেলে শিব্বির মন্ডল(১৯), একই ইউনিয়নের গলদাপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে দিনার আহমেদ (২০) ও একই গ্রামের মোস্তফা বেপারীর ছেলে শৈশব বেপারী (২১)।তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।
পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুরের শ্রীপুরের ইউরেকা ফার্মাসিটিক্যালসের মাঠে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৫/৩০জন সদস্য গোপন বৈঠক, দাহ্য পদার্থ দ্বারা মশাল তৈরি ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সূত্রে এ তথ্য জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ সেখানে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করে। এসময় ওই স্থান থেকে মশাল, মশাল তৈরির বাঁশ ও দাহ্য পদার্থ উদ্ধার করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্র আরও জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে জনমনে ভীতির সঞ্চার ও নাশকতামূলক কর্মকান্ডসহ মশাল মিছিল করার পরিকল্পনা করেছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, 'রাত ৮ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মেঘনা ফ্যাক্টরি সংলগ্ন একটি বড় মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০-৪০ জন নেতা-কর্মী গোপন পরামর্শ ও দাহ্য পদার্থ দ্বারা মশাল তৈরি ও নাশকতার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ খবর পেয়ে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ সদস্য গ্রেপ্তার এবং মশাল, মশাল তৈরির বাঁশ ও দাহ্য পদার্থ উদ্ধার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী/১৩) এর ৬/৭/৮/৯/১১/১২১/১৩) করা হয়েছে।
ওসি বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।