ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হবে, আমরা সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে অধ্যাপক ইউনূস এ কথা জানান।
অধ্যাপক ইউনুস বলেন, 'বর্তমান সরকার মাত্র এক বছরের মধ্যে দেশে শৃঙ্খলা ও অর্থনীতি পুনরুদ্ধার করেছে।'
তিনি বলেন, 'আমরা প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক ভাবে কাজ করার যোগ্য করে তুলেছি। এখন আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।'
তিনি জানান, সরকার আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজন করবে, যাতে নতুন সরকার গঠন করে দেশের স্বাভাবিক পরিচালনা নিশ্চিত করা যায়।
প্রধান উপদেষ্টা বলেন, 'সেজন্য আমাদের প্রচুর সমর্থনের প্রয়োজন এবং আমরা সবসময় মালয়েশিয়ার সহযোগিতার ওপর ভরসা করি।'
এর আগে সকাল ১০টায় পুত্রাযায়ায় আনুষ্ঠানিক বৈঠকে বসেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহীম। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই এবং তিনটি নোট বিনিময় হয়।