রাজউকের ১৬ বছরের সকল কার্যক্রম নিরীক্ষার নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর এবং বরাদ্দসহ সব ধরনের কার্যক্রমের নিরীক্ষা করার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
আজ রোববার (১০ আগস্ট) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের কার্যপরিধি এবং গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে। জনস্বার্থে এই নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর।
এর আওতায় নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন, আইন ও বিধি-বিধান মেনে কার্যক্রম পরিচালনা, নিরীক্ষা টিমের সদস্যদের তথ্য মন্ত্রণালয়ে পাঠানো এবং নিরীক্ষা শুরুর আগে রাজউককে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন মাসের মধ্যে এই নিরীক্ষা সম্পন্ন করতে হবে। নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে।