দেশে মুদ্রাস্ফীতি কমলেও কাঠামোগত সমস্যা রয়েই গেছে: সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, গত বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে মুদ্রাস্ফীতি কমাতে সক্ষম হলেও, অর্থনীতির অভ্যন্তরীণ কাঠামোগত সমস্যাগুলো এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
"মুদ্রাস্ফীতি হয়তো কমেছে, তবে দীর্ঘস্থায়ী অনেক সমস্যা এখনো বিদ্যমান," আজ রোববার (১০ আগস্ট) ঢাকায় 'অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন' শীর্ষক আলোচনায় এ কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি কমা ইতিবাচক হলেও তা সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর উন্নতি পুরোপুরি প্রতিফলিত করে না। আলোচনায় তিনি সরকারের প্রথম বছরের কার্যক্রম নিয়ে সিপিডির স্কোরকার্ড উপস্থাপন করেন।
তিনি জানান, গত বছরের নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে ৩৮টি বিষয় মূল্যায়নে সিপিডি সবুজ, হলুদ ও লাল সূচক ব্যবহার করেছে।
ফাহমিদা খাতুন উল্লেখ করেন, সীমিত রাজস্ব আদায়, সম্পদের অদক্ষ ব্যবহার এবং দুর্বল প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
সিপিডি আরও জানায়, বেকারত্ব, বিনিয়োগে স্থবিরতা এবং সরকারি খাত ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংস্কারের অভাবও উদ্বেগজনক। এসব কারণ স্বল্পমেয়াদি অর্থনৈতিক সূচকের উন্নতির সুফল সীমিত করছে।
সংস্থাটির মতে, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এসব কাঠামোগত দুর্বলতা নিরসন করা অত্যন্ত জরুরি।