জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে নিয়োগ পেলেন ড. ফাহমিদা খাতুন
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের 'মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স' (এমভিআই)- এর স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিপিডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ এবং নীতি বিশ্লেষক হিসেবে ড. ফাহমিদা খাতুন দীর্ঘ দিন ধরে উন্নয়নের নানা চ্যালেঞ্জ, অর্থনৈতিক সক্ষমতা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলা নিয়ে কাজ করছেন। তার এই নিয়োগকে বৈশ্বিক উন্নয়ন আলোচনায় বাংলাদেশের অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। তিনি তার কারিগরি জ্ঞান ও নীতি-নির্ধারণী অভিজ্ঞতা দিয়ে এই সূচকটিকে সবার জন্য আরও সহজবোধ্য ও কার্যকর করতে ভূমিকা রাখবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন ৭৮/৩২২ অনুযায়ী, এই প্যানেলের কাজ হলো প্রতি তিন বছর অন্তর 'মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স (এমভিআই)' পর্যালোচনা করা, পদ্ধতিগত উন্নতির সুপারিশ করা এবং উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি কমানো ও সহনশীলতা শক্তিশালী করার অগ্রগতি পর্যবেক্ষণ করা।
ড. ফাহমিদা খাতুনের এই অর্জনে সিপিডি তাকে অভিনন্দন জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার এই দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করেছে।
