ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'জাগ্রত জুলাই কনসার্ট', থাকছে যেসব ব্যান্ড

জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক চেতনার জয়গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে 'জাগ্রত জুলাই' কনসার্ট।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীবিরোধী রাজু ভাস্কর্য প্রাঙ্গনে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কনসার্টের আয়োজন করেছে। কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কনসার্টটি উপভোগ করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, ব্যান্ড দূর্গ, লালন ও ব্ল্যাক এই কনসার্টে পারফর্ম করবে।
কনসার্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ উপস্থিত থাকবেন।
এদিকে কনসার্ট ঘিরে নিরাপত্তা জোরদারের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।