ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গনে প্রকাশ্যে ধূমপান করলে সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।
সেই সঙ্গে কোনো শিক্ষার্থী যদি কোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণ করে, তাহলে তাকে হল থেকে বহিষ্কার করা হবে।
আজ সোমবার হলের প্রাধ্যক্ষের অফিসের এক নোটিশে এসব সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে হল প্রাঙ্গণে সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে-
হল প্রাঙ্গনে ধূমপান নিষিদ্ধ। কোনো শিক্ষার্থীকে হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে, সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে বলেও জানানো হয়েছে নোটিশে।
শিক্ষার্থীদের এই সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে নোটিশে।
উল্লেখ্য, জনপরিসরে ধূমপান রোধে ২০০৫ সালে 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন' করে সরকার। পরবর্তী সময়ে আইনটিতে কিছু সংশোধন আনা হয়। বর্তমানে এই আইন অনুযায়ী পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহনে ধূমপান নিষেধ। কেউ এই আইনের লঙ্ঘন করলে ৩০০ টাকা অর্থদণ্ড হবে। আর কেউ এরপরে আবারও একই অপরাধ করলে অর্থদণ্ড দ্বিগুণ হবে।
এই আইনের ২-এর 'চ' ধারায় পাবলিক প্লেস বলতে বোঝানো হয়েছে- শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস, আধাসরকারি অফিস, স্বায়ত্তশাসিত অফিস ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র, হাসপাতাল ও ক্লিনিক ভবন, আদালত ভবন, বিমানবন্দর ভবন, সমুদ্রবন্দর ভবন, নৌবন্দর ভবন, রেলওয়ে স্টেশন ভবন, বাস টার্নিমাল ভবন, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণি ভবন, চতুর্দিকে দেয়াল দ্বারা আবদ্ধ রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশু পার্ক, মেলা বা পাবলিক পরিবহনে আরোহণের জন্য যাত্রীদের অপেক্ষার জন্য নির্দিষ্ট সারি, জনসাধারণ কর্তৃক সম্মিলিতভাবে ব্যবহার্য অন্য কোনো স্থান অথবা সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, সময় সময় ঘোষিত অন্য যেকোন বা সব স্থান।
