ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই: সভাপতি রাকিবুল

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগে জাতীয়বাদী ছাত্রদলের সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে দলটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, 'ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই।'
তিনি আরও বলেছেন, 'দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতা–কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।'
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করছে সংগঠনটি।
বোরবার (৩ আগস্ট) বেলা আড়াইটায় এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার তথা থাকলেও বেলা ৩টা ১৬ মিনিটে সমাবেশ শুরু হয়। পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সমাবেশ কেন্দ্র করে আগেই সারাদেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দিয়েছিলো ছাত্রদল। সমাবেশ কেন্দ্র করে এদিন সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকে শাহবাগে।
শাহবাগ মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। শাহবাগ মোড় থেকে টিএসসির সড়ক, মৎস্য ভবন সড়ক ও কাঁটাবনের সড়কে অবস্থান করছে দলটির নেতাকর্মী। সমাবেশ কেন্দ্র করে শাহবাগ এলাকায় যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
সরেজমিনে সকাল সাড়ে ১১টার দিকে দেখা যায়, শাহবাগ মোড়ে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। সৌন্দর্য বর্ধনের কাজ তখনো চলছিল। রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশস্থলে যোগ দিচ্ছিল। নেতাকর্মীরা হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে মুখর করছিলেন এলাকা। কেউ কেউ রাস্তায় বসে ছিলেন, আবার কেউ হেঁটে বেড়াচ্ছিলেন আশপাশে। শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকায় এই ভিড় আরও চোখে পড়ার মতো হয়ে ওঠে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জানান, 'আজ শাহবাগে ছাত্রদলের ইতিহাসের সবচেয়ে বড় ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।'
তিনি বলেন, 'গত ১৭ বছর বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত ছিল। সেই সময়ে জীবনবাজি রেখে তরুণরা শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়েছে। আজকের সমাবেশ সেই সাহসী তরুণদের সম্মিলিত প্রয়াসের প্রতিফলন।'
নাছির আরও বলেন, সমাবেশে লাখো নেতাকর্মীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেবেন বলে তারা আশা করছেন।
ছাত্রদলের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করবেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
এদিকে, একই উপলক্ষে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বছরের এই দিনে দলটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে। শেষ পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ১৬ বছরের শাসন শেষে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এই দিনটিকে স্মরণ করেই পৃথকভাবে সমাবেশ করছে ছাত্রদল ও এনসিপি।
সমাবেশ ঘিরে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জনসমাগম বেড়ে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, শাহবাগ ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে, ফলে ঢাকাবাসীকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।