বিএনপির মনোনয়ন বঞ্চিত: সাতক্ষীরা-২-এ আলীম সমর্থকদের মশাল মিছিল, সাতক্ষীরা-৩-এ শহিদুল অনুসারীদের বিক্ষোভ
সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফকে বিএনপির প্রার্থী করায় বিক্ষোভ করেছেন বিএনপি নেতা আব্দুল আলীম সমর্থকরা। গতকাল সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার পর সদরের বিসিক মোড় থেকে মশাল মিছিল করেন দলটির শতাধিক নেতাকর্মী। মিছিলটি ঋশিল্পী মোড়ে পৌঁছে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জিয়াউল হক মধু, শিবপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, 'সাতক্ষীরা-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এ মনোনয়ন মানি না। আমরা লাবসা ইউনিয়নের সাত বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমকে বিএনপি প্রার্থী হিসেবে দেখতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতাদের পুনঃবিবেচনার আহ্বান জানান নেতাকর্মীরা।'
এদিকে, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের নাম ঘোষণার পর ডা. শহিদুল আলমের সমর্থকরা বিক্ষোভ করছেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নলতায় সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। জনদুর্ভোগ কমাতে কিছুসময়ের জন্য সড়ক খোলা হলেও পরে বিএনপি নেতাকর্মীরা আবার সড়কে অবস্থান নেন।
নেতাকর্মীরা দাবি জানিয়েছেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে। বিকেলে তারা কালিগঞ্জ উপজেলা সদরে আরও অবরোধ বিক্ষোভের ঘোষণা দিয়েছেন।
বিক্ষোভে অংশ নিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী। একই দাবিতে গত রাতে তারা একটি বিক্ষোভ সমাবেশও করেছেন।
উল্লেখ্য, এই আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দীন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
