কুমিল্লায় বিএনপির মনোনয়ন না পেয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ইয়াছিনের অনুসারীদের
আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কুমিল্লা-৬ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার পর কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর, রামঘাটলা ও লিবার্টি মোড় এলাকায় তারা বিক্ষোভ করেন। এ সময় ইয়াছিনের অনুসারীরা সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন।
এদিকে কুমিল্লা-৬ (সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মনোনয়ন পেয়েছেন।
ইয়াছিনের একাধিক অনুসারী জানান, মনিরুল হক চৌধুরী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করছেন। তিনি লোটাস কামালের মেয়ের গাড়ি ব্যবহার করেন। অন্যদিকে, গত ১৭ বছর ধরে বিএনপির জন্য নিবেদিতভাবে কাজ করেছেন আমিন উর রশিদ ইয়াছিন। তার নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন। ফলে এ "অবৈধ মনোনয়ন" মেনে নিতে পারছেন না তারা।
মনিরুল হক চৌধুরী ২০১৮ সালের নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ) আসন থেকে নির্বাচন করেছিলেন। ওই বছর কুমিল্লা-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন।
