কক্সবাজার রুটের সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি বদল, ১০ আগস্ট থেকে কার্যকর

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে রেলওয়ে। যাত্রীদের দাবির প্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে এ সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১) ট্রেনটি এখন থেকে ২৫ মিনিট আগে ভোর ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছাড়বে। বর্তমানে ট্রেনটি সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২) ট্রেনটি সকাল ১০টায় কক্সবাজার স্টেশন ছাড়বে, যা আগে ১০টা ২০ মিনিটে ছেড়ে যেত।
গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কয়েকদিন আগে একজন লোকোমাস্টারের সঙ্গে যাত্রীরা ঝামেলা করেছিল, কারণ তারা ট্রেন ধরতে পারেনি। কানেক্টিং ট্রেনসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সময় ২০-২৫ মিনিট এগিয়ে আনা হয়েছে।'
চট্টগ্রাম-কক্সবাজার রুটে বর্তমানে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এছাড়া ঢাকা-কক্সবাজার রুটেও রয়েছে আরও দুই জোড়া আন্তঃনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রেললাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
প্রথমে ঢাকা থেকে কক্সবাজার দুটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু করা হয়। তবে চট্টগ্রাম থেকে ট্রেন না থাকায় স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দেয়। চলতি বছর চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন দুটি ট্রেন চালু করা হয়।