গাজীপুরে আজ এনসিপির পদযাত্রা ও সমাবেশ, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

বিচার, সংস্কার, গণ পরিষদ নির্বাচন, জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'।
সমাবেশ সফল করতে জয়দেবপুর-রাজবাড়ী সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মাণ করা হচ্ছে মঞ্চ। সমাবেশকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের দাবি, পদযাত্রা ও সমাবেশে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা এবং লাখো মানুষের সমাগম হবে।
টাঙ্গাইল থেকে যাত্রা শুরু করা এই পদযাত্রা গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুরের মাওনা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে জয়দেবপুর রাজবাড়ী মাঠে এসে শেষ হবে। সমাবেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারী, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।
সমাবেশের বিষয়ে গতকাল সোমবার (২৮ জুলাই) এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক এডভোকেট আলী নাসের খান বলেন, 'জুলাই অভ্যুত্থানের বিপ্লবী চেতনা সামনে রেখে আমাদের এই কর্মসূচি। আমরা বিশ্বাস করি, গাজীপুরের রাজবাড়ী মাঠে লাখো মানুষ আমাদের আহ্বানে সাড়া দেবে।'
নিরাপত্তা শঙ্কা নিয়ে তিনি বলেন, 'নানা ধরণের উসকানি ও নাশকতার হুমকি থাকলেও বড় কোনো বাধার আশঙ্কা নেই। আওয়ামী লীগ এখন ডেড ইস্যু, ডাইনোসরের মতো অস্তিত্বহীন হয়ে পড়েছে। তাদের পক্ষ থেকে কোনো বড় ধরণের থ্রেট [হুমকি] নেই।'
এর আগেও গাজীপুরে এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ধীরাশ্রম এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হকের বাড়ির সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, যাতে অন্তত ১৫ জন আহত হয়। এর প্রতিবাদে পরদিন একই স্থানে বিক্ষোভ সমাবেশ হয়, যেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।

সমাবেশ শেষ হওয়ার কিছুক্ষণ পর অজ্ঞাত এক দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে উপস্থিত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। দুটি ঘটনায় থানায় মামলা হলেও মূল অভিযুক্তদের ধরা যায়নি।
এ ছাড়া গত ৪ মে গাজীপুরের চান্দনা মোড়ে হামলার শিকার হন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি আহত হন। এ ঘটনায়ও মামলা হলেও এখন পর্যন্ত তদন্তে অগ্রগতি হয়নি।
সাম্প্রতিক সময়ে এনসিপির পদযাত্রা ও সমাবেশ বানচালের হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়েছে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত অংশ। গাজীপুর জেলা সভাপতি ও তার অনুসারীদের একটি মোটরসাইকেল শোডাউনের ভিডিওতে হুমকি প্রকাশ পেয়েছে।
এসব পরিস্থিতিতে সমাবেশ কেন্দ্র করে গাজীপুরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা এবং পদযাত্রার রুটজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ, সেনাবাহিনী, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জাহিদুল হাসান জানান, 'আজকের পদযাত্রা ও সমাবেশ নিরাপদ করতে মহানগর পুলিশ সব রকম প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছে। আমি ও পুলিশ কমিশনার স্যার সকালে সরেজমিনে সব কিছু পরিদর্শন করেছি। আশা করা যায়, সবকিছু শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। এনসিপির কেন্দ্রীয় নেতাদের চলাচলের সকল পথ ও সমাবেশ স্থলে নিরাপত্তার সব ব্যবস্থা নেয়া হয়েছে।'