এনসিপির আগে নাগরিক ঐক্য শাপলা প্রতীক চাইলেও দেওয়া হয়নি, এখন কেন এত আলোচনা: সিইসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগে নাগরিক ঐক্য শাপলা প্রতীক চাইলেও নির্বাচন কমিশন (ইসি) তা নাকচ করে দিয়েছিল। এরপরও বিষয়টি নিয়ে কেন আলোচনা হচ্ছে, সে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
তিনি বলেন, 'এনসিপি শাপলা চেয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে। অথচ শাপলা চেয়েছিল নাগরিক ঐক্য, তারা প্রথম চেয়েছিল। তখন আলোচনায় আনেনি। এখন কেন এত আলোচনা?'
ইসি সূত্র জানায়, নির্বাচনী প্রতীকের চূড়ান্ত তালিকা বুধবার (২৪ সেপ্টেম্বর) জারি হয়েছে। ইসি সচিব বিকল্প প্রতীকের জন্য আবেদন করার সুযোগ দেওয়ার পর এনসিপি আবারও শাপলা প্রতীক চেয়ে আবেদন করে।
এ বিষয়ে সিইসি বলেন, 'চিঠি নিয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নেব। আমাদের কমিশনের সভায় আলোচনার পর পরবর্তী কাযক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেব। কমিশন সভার আলোচনার পর কথা হবে।'
এনসিপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'যে কোনো দল চিঠি দিতে পারে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল এনসিপি। চিঠি দেওয়ায় অসুবিধা নেই। দল তো দেবেই। রাজনীতিবিদরা দেশের স্বার্থে সব কিছু একামোডেট করেন। চিঠি বিবেচনা করব, কি করা যায় দেখা যাক।'
তিনি আরও জানান, নাগরিক ঐক্য তাদের সংরক্ষিত প্রতীকের পরিবর্তে শাপলা চেয়েছে। এটা দেওয়া যাবে না বলে দিয়েছি। তারপর এনসিপি চেয়েছে। প্রথমটা নাগরিক ঐক্যের, প্রথমটা দিই নি। এনসিপি তো দ্বিতীয়বার আবার দিল। কমিশন সিদ্ধান্তের আগে তো বলা যাবে না। নাগরিক ঐক্যের বিষয়েও কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এবার এনসিপির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে এনসিপির একজন নেতা মন্তব্য করেছেন, দলটিকে শাপলা প্রতীক বরাদ্দ না দিলে তা কীভাবে আদায় করতে হয় তারা জানেন। এটি কি ইসির প্রতি হুমকি কিনা জানতে চাইলে সিইসি বলেন, 'রাজনীতিবিদরা অনেক কথা বলতে পারেন। আমরা তো জবাব দিতে পারব না, শ্রোতা। আমাদের কাজ আইন মোতাবেক করব। এটা হুমকি মনে করি না। উনারা তো দেশদ্রোহী না, উনারা দেশপ্রেমিক। তাদেরকে দেশের জন্য, আমাদের জন্য হুমকি মনে করি না।'